সময়ের স্রোত

সময়, এই অদৃশ্য শক্তি সবকিছুকে ছুঁয়ে যায়, সবকিছুকে বদলে দেয়। এক মুহূর্তের মধ্যে পরিস্থিতি, মানুষ, চিন্তা-ভাবনা, সবই নতুন রূপ ধারণ করে। যেমন শিশুকালের সরলতা যৌবনের উচ্ছ্বাসে পরিণত হয়, আবার যৌবনের উত্তাপ বয়স্কদের শান্তিতে রূপান্তরিত করে। প্রকৃতিও এই নিয়মে বদ্ধ। ফুল ফোটে, মরে যায়, গাছ বড় হয়, পাতা ঝরে। সমাজ, সংস্কৃতি, প্রযুক্তি সবকিছুই সময়ের সাথে নিরন্তর পরিবর্তনের চাকায় ঘুরতে থাকে। এই পরিবর্তন কখনো মৃদু, কখনোবা আকস্মিক। কিন্তু একটা বিষয় অটল, সেটা হলো পরিবর্তনই একমাত্র স্থায়ী। আমরা সবাই এই পরিবর্তনের অংশ, এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে শিখতে হবে। কারণ সময় থামে না, সে চলতে থাকে নিরবচ্ছিন্নভাবে। ...

ডিসেম্বর 11, 2024 · iniridwanul